খবর২৪ঘণ্টা ডেস্ক: টঙ্গীতে বিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও দুই মুসল্লি মারা গেছেন। তারা হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৮) এবং কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।
শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে সফিকুর রহমান আর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার জানান, তারা দুজনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এর আগে ১৪ ফেব্রুয়ারি দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আবদুল জব্বারও (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ নিয়ে গত দু’দিনে চারজন মুসল্লির মৃত্যু হলো।
খবর২৪ঘণ্টা, জেএন