খবর২৪ঘণ্টা ডেস্ক: কঠিন এক পরীক্ষায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে খেই হারায়নি স্পেনের সবচেয়ে সফল ক্লাব। আয়াক্সের বিপক্ষে বেশ কয়বার শঙ্কায় পড়ে গিয়েও মার্কোস আসেনসিওর শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির দল।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নেদারল্যান্ডসের ক্লাবটির মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরে রিয়াল।
ম্যাচটিতে অন্তত ড্র করতে পারত আয়াক্স। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিংয়ে প্রথমার্ধে বাদ হয়ে যায় দলটির একটি গোল। ৩৮তম মিনিটে আয়াক্সের আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো হেডে জালে বল পাঠিয়েছিলেন। গোলটি নিয়ে আপত্তি জানায় রিয়াল শিবির। ভিএআরে দেখা যায় তাদিচ ছিলেন অফসাইডে। গোলটি বাদ করে দেন রেফারি।
দুর্দান্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি কোনো দল। তবে এই সময়ে বল দখল ও আক্রমণে দারুণ আধিপত্য দেখায় আয়াক্স। বেশ কয়টি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। কোনো রকমে পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি করে সুযোগ পায় উভয় দল। কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি। ৫১তম মিনিটে করিম বেনজেমার শট ঝাঁপিয়ে ঠেকান আয়াক্স গোলরক্ষক। পরের মিনিটেই আয়াক্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেসের শট কর্নারের বিনিময়ে ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।
৬০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ভিনিসিউসের পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ক্লাব ফুটবলে ইউরোপ সেরা প্রতিযোগিতায় এটা তার ৬০তম গোল।
তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ৭৫তম মিনিটে সমতা ফিরিয়ে বসে স্বাগতিক দল। সতীর্থ দাভিদ নেরেসের পাসে খুব কাছ থেকে গোল করেন হাকিম জিয়াচ।
মনে হচ্ছিল সমতাতেই শেষ হবে লড়াই। কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে রিয়ালকে জয়সূচক গোল মার্কো আসেনসিও। দানিয়েল কারভাহালের ক্রসে বাঁ পায়ের শটে খুব কাছ থেকে গোল করেন স্প্যানিশ এই উইঙ্গার। জয়োল্লাসে মাতে রিয়াল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে ৫ মার্চ হবে দল দুটির মধ্যকার ফিরতি লেগের লড়াই।
শেষ ষোলোর অপর ম্যাচে নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে।
খবর২৪ঘণ্টা, জেএন