আত্মঘাতী হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের ২৭ সদস্য নিহত হয়েছে। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এ ঘটনা ঘটে।
ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাসে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়।
দেশটির ভাইস প্রেসিডেন্ট এশাক জাহাঙ্গিরি বলেন, এ ধরনের হামলা ইসলামি বিপ্লবের প্রতি জনগণের অটল অবস্থানকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না। জাতীয় সমস্যার সমাধান আকারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইকে আরও বেশি দৃঢ় করবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক সূত্রে জানায়, দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। অঞ্চলটি আফিম চোরাচালানের অন্যতম রুট। সেই সঙ্গে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জোরালো প্রভাব আছে।
মাদক ব্যবসার সঙ্গে বেলুচদের সম্পৃক্ততা দাবি করে হয়। এতে সরকারি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়।