নিজস্ব প্রতিবেদক :
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজে পহেলা ফাল্গুন বসন্তবরণ উৎসব পালন করা হয়েছে। বসন্তবরণ উপলক্ষে বুধবার সকালে রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর মনিচত্বর ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নের্তৃত্ব দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসরমহা. হবিবুর রহমান। শোভাযাত্রা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়। সকাল থেকে কলেজের ছাত্রীরা হলুদ শাড়ি পরে ও খোপায় ফুল গুজে কলেজে জড়ো হয়। এরপর সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
খবর ২৪ ঘণ্টা/আর