খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ করেছিলেন এক ঝাঁক অভিনেত্রী। শুটিং ছেড়ে রাজনীতির মাঠে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে প্রায় সবাইকে।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চূড়ান্ত তালিকায় নিজেদের না দেখে অনেকটাই হতাশ চলচ্চিত্র ও ছোট পর্দার সেসব তারকারা।
এবার আওয়ামী লীগ থেকে যেসব তারকা সংসদে যেতে চেয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন, সুজাতা, কবরী, দিলারা, নূতন, রোকেয়া প্রাচী, শমী কায়সার, মৌসুমী, অপু বিশ্বাস, সাহারা, শাহনূর, তারিন জাহান, জ্যোতিকা জ্যোতি, সুইটি, মিষ্টি জান্নাতসহ বেশ কজন অভিনেত্রী। তারা সবাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আবেদন করেছিলেন।
তবে সংসদ সদস্য হয়ে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করার স্বপ্নটা অপূর্ণই রয়ে গেলে তাদের। সে কারণেই মন খারাপ হয়েছে তাদের।
নাম প্রকাশ না করার শর্তে একজন অভিনেত্রী বলেছেন, সবার ভাগ্যে কী সব কিছু জোটে? একের ভেতর দুই দেখছেন না!
তবে এতো শ্রম দৌড়ঝাঁপের মধ্যে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
খবর২৪ঘণ্টা, জেএন