নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে জেএমবি গায়রে এহসার তিন সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। রোববার ভোর ৩টার দিকে তাদের সদর উপজেলার কামারদহ সংলগ্ন বাগান থেকে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল আটক করে।
আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মৃত নেফাউরের ছেলে আজিবুল (৫৩), একই গ্রামের সাইদুরের ছেলে সাইফুল (৩৫) ও লক্ষীপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল (৪৬)।
র্যাব জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ সিপিসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতি জানতে পারে যে, সদর উপজেলার কামারদহ সংলগ্ন আমবাগানের মধ্যে জেএমবি গায়রে এহেসার সদস্যরা রাষ্ট্রবিরোধী মিটিং করছে। বিষয়টি জানার পরে র্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর এ এম আশরাফুল ও
স্কোয়াড্রন লীডার সাইদ আব্দুল্লার নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু সদস্য পালিয়ে যায়। বাকি ৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়। তাজামুলের পরিচয়পত্র দেখে রাতেই অভিযান চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে