খবর২৪ঘণ্টা, ডেস্ক: রাজধানীতে নিজ ফ্ল্যাটে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের খুনের ঘটনায় দুই গৃহকর্মীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করা হয়।
দুই গৃহকর্মী হলেন: স্বপ্না ও রেশমা। স্বপ্নার বয়স আনুমানিক ৩৬, রেশমার বয়স আনুমানিক ৩০ বছর। স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী ও রেশমার বাড়ি কিশোরগঞ্জে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
নিউ মার্কেট থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে মামলায় তৃতীয় আসামি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার সোমবার সকালে গণমাধ্যমকে জানান, গৃহকর্মীদের আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। গতকাল (রবিবার) সারারাতই অভিযান চলে। আশা করছি, দ্রুত তাদেরকে আটক করা সম্ভব হবে।
উল্লেখ্য, রবিবার রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ার’ থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী পালিয়ে যায়।
খবর ২৪ঘণ্টা/ জেএন