নিজস্ব প্রতিবেদক :
গোদাগাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে রোববার পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে রোববার বিকেল পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী গোদাগাড়ী উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বদিউজ্জামান, ওয়ার্কাসপর্টির মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান,
জাতীয় পার্টি হতে এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস ও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ভাইস চেয়ারম্যান পদে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার, গোদাগাড়ী উপজেলা সাবেক ভারপ্রাপ্ত আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল ও জাতীয় পার্টির মোঃ তৌহিদুল ইসলাম।এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র গোদাগাড়ী উপজেলা মহিলা
আওয়ামীলীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।গোদাগাড়ী উপজেলা সহকারি রিটানিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, প্রার্থীরা আপন আপন মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামি ১০ মার্চ নির্বাচনের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই নির্বাচনটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে গ্রহনের জন্য সকল পর্যায়ের মানুষের নিকট সহযোগিতা কামনা করেন।
খবর ২৪ ঘণ্টা/আর