খবর২৪ঘণ্টা ডেস্ক: বুধবার সকালে মালদ্বীপের রাজধানী মালের মাজিদি মাগুর মসজিদুল জিকরা এবং মাভিয়া মাগুসহ মাফানু এরিয়ার গাডি ব্রু’র কাছে এই অভিযান চালানো হয়।
অবৈধ অভিবাসী কর্মীদের শনাক্ত করার জন্য মালদ্বীপ ইমিগ্রেশনের এটাই বছরের প্রথম অভিযান। ইমিগ্রেশন ও মালদ্বীপ পুলিশের এই অভিযানে আটক ৮০ জন বাংলাদেশি বলে মালদ্বীপের অনলাইন নিউজ পোর্টাল রাজি জানিয়েছে।
ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, আটক শ্রমিকদের হোলেমালের ইমিগ্রেশনের ডিটেনশন সেন্টারে নেওয়া হবে এবং যাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যাবে না, তাদেরকে প্রত্যাবাসন করা হবে।
গত ১৭ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ আহমেদ হোসেন (হানাফি) বলেছিলেন, বর্তমানে মালদ্বীপে ২ লাখের বেশি অভিবাসী শ্রমিক রয়েছে, যার মধ্যে এক লাখ ৪৪ হাজার ৬০৭ জন বৈধ এবং ৬৩ হাজার অবৈধ।
এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি বলে ধারণা করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন