1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জনশক্তি ব্যুরোতে অন্যরকম শপথ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ জানয়ারী ২০২৫, ০:২ অপরাহ্ন

জনশক্তি ব্যুরোতে অন্যরকম শপথ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৭ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: আমি শপথ করিতেছি যে, দুর্নীতি করিবো না…। এভাবেই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তারা শপথ বাক্য পাঠ করেন। শপথ করেন বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা নিজেও। প্রতিষ্ঠানটিকে ‘দুর্নীতিমুক্ত’ ঘোষণা করতে আগে নিজেরাই দুর্নীতিমুক্ত হওয়ার শপথ নেন কর্মকর্তারা। পরে এ দপ্তরকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন ডিজি মো. সেলিম রেজা। গত ৪ঠা ফেব্রুয়ারী রাজধানীর কাকরাইলে দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এ ঘোষণা দেয়া হয়। এ সময় বিএমইটি ছাড়াও অভিবাসন বিষয়ক সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএমইটি মহাপরিচালক উপস্থিত কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থাকতে শপথ করান।

বিএমইটিতে ‘দুনীর্তিকে ‘না’ বলুন’, ‘দুর্নীতি সমাজের অভিশাপ’, ‘দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দেশ ও জাতির শত্রু’, ‘দুর্নীতি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্তরায়’ ইত্যাদি লেখা ডিজিটাল স্টিকার সাঁটানো হয়েছে। এদিকে, সমন্বয় সভায় প্রতি সোমবার সকাল ১১টায় বিএমইটি’র সম্মেলন কক্ষে বিদেশ গমনেচ্ছু, বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের অভিযোগসহ অভিবাসন বিষয়ে যেকোন অভিযোগের বিষয়ে ‘গণশুনানী’ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
বিএমইটির বিরুদ্ধে বিদেশগামী কর্মীর বহির্গমন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়, দক্ষ পেশায় অদক্ষ ব্যক্তিদের অর্থের বিনিময়ে ছাড়পত্র প্রদান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলীয় ভিসা ভেঙে একক ভিসায় রূপান্তরসহ বিভিন্ন অভিযোগ অনেক দিনের পুরনো এবং মানুষের মুখে মুখে। অবশ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসব দুর্নীতিরোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন (দুদক)ও বিএমইটিতে হানা দিয়েছে এবং মহাপরিচালককে জিজ্ঞাসাবাদও করেছে

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST