1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এল ক্লাসিকো: মালকমের গোলে মানরক্ষা বার্সার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ জানয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

এল ক্লাসিকো: মালকমের গোলে মানরক্ষা বার্সার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৭ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: ন্যু ক্যাম্পে দুর্দান্ত লড়াই৷ বছরের প্রথম এল ক্লাসিকো ড্র৷ রোমাঞ্চকর ম্যাচে মালকমের গোলে মানরক্ষা বার্সোলোনার৷

ভাসকেসের গোলে শুরুটা দারুণ হয়েছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু ন্যু ক্ল্যাম্প থেকে জিতে ফিরতে পারল না সান্তিয়াগো সোলারির দল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মালকমের গোলে ড্রয়ে মাঠ ছাড়লেন মেসিরা৷ বুধবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগটি শেষ হল ১-১ গোলে৷ ফলে ফাইনালের যেতে অপেক্ষা ২৭ ফেব্রুয়ারি বার্নাবেউ৷

মেসিকে ছাড়াই এল ক্লাসিকোতে শুরু করে বার্সা৷ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ৷ ৬ মিনিটে এগিয়ে যায় তারা। বাঁ-দিক থেকে ভিনিসিউস জুনিয়রের ক্রস ধরে ছোট ডি-বক্সে বল বাড়ান করিম বেঞ্জেমা। আর তা নিখুঁতভাবে বার্সার জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ভাসকেস। বার্সেলোনার বিরুদ্ধে এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫টি অ্যাওয়ে ম্যাচের প্রতিটিতেই গোল পেল রিয়াল।

সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা ৩৩ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়। মালকমের ফ্রি-কিকে ইভান রাকিতিচের হেড গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়। এর দু’ মিনিট পর আট গজ দূর থেকে সুয়ারেজের বাঁ-পায়ের শট ঝাঁপিয়ে রুখে দেন নাভাস। দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালের খেলায় গতির অভাব ছিল স্পষ্ট। সেই সুযোগে চাপ বাড়ানো বার্সেলোনা ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। মালকমের গোলে সমতায় ফেরে বার্সা৷
রক্ষণ ভেঙে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া আলবাকে ঠেকাতে ছুটে আসেন নাভাস। আলগা বল পেয়ে জোরাল শট নেন সুয়ারেজ৷ বল পোস্টে লেগে চলে যায় ডান দিকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মালকমের পায়ে। বাঁ-পায়ের উঁচু শটে বল ঠিকানায় পাঠান বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।৬৪ মিনিটে দু’দলই একই সঙ্গে দু’টি করে পরিবর্তন করে। কৌতিনিয়ও এবং রাকিতিচকে বসিয়ে মেসি ও ভিদালকে নামায় বার্সেলোনা। আর ভিনিসিউস ও লরেন্তেকে তুলে গ্যারেথ বেল ও কাসেমিরোকে নামায় রিয়াল।

দুই দলই জোড়া পরিবর্তন করায় ম্যাচে নতুন করে গতি ফেরে। মাঠে নামার খানিক পরেই দারুণ ক্ষিপ্রতায় কজনকে কাটিয়ে অনেকটা এগিয়ে যান মেসি৷ কিন্তু তাঁকে ফাউল করে থামান ভাসকেস। ৮৩ মিনিটে বেঞ্চেমার পাস ডি-বক্সের মুখে পেয়েছিলেন বেল। ভিতরে ঢুকে এক জনকে কাটান ওয়েলস ফরোয়ার্ড৷ কিন্তু শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ২৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে ফিরতি পর্বে মাঠে নামবে রিয়াল। আর ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা নামবে টানা পঞ্চমবার ফাইনালে ওঠার হাতছানিতে৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST