নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গার্মেন্টস্ ব্যবসার আড়ালে দেশীয় অস্ত্রের ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম নিউমার্কে এলাকার গার্মেন্টস ব্যবসায়ী শামিউল হাসান স্বর্ণ (২৫)। আটক গার্মেন্টস ব্যবসায়ী ওই এলাকার মৃত শরিফ জামানের ছেলে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তার দোকান থেকে আটক করা হয়। এ সময় পুলিশ তার দোকান থেকে ২১/২২ ছুরি, চাকু ও কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। সে গার্মেন্টস ব্যবসার আড়ালে ছিনতাইকারী ও চাঁদাবাজদের কাছে এসব অস্ত্র বিক্রি করে আসছিলো বলে পুলিশ জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার অফিসার
ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আমির জাফরের নের্তৃত্বে নগরীর হড়গ্রাম নিউ মার্কেটে অস্ত্র ব্যবসায়ী স্বর্ণের দোকানে অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে ছুরি, চাকু ও কুড়ালসহ ২১/২২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে ও তাকে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণ ব্যবসার আড়ালে তার ছুরি, চাকু ও কুড়ালসহ অন্যান্য অস্ত্র ছিনতাইকারী ও চাঁদাবাজদের কাছে বিক্রি করে আসছিলো। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস