খবর২৪ঘণ্টা ডেস্ক: যুক্তরাজ্যের স্ট্যাফোর্ড শহরের একটি বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবারের (৫ ফেব্রুয়ারি) ওই ঘটনায় দুজন প্রাপ্তবয়স্কসহ এক দুধের শিশু আহত হয়েছে। প্রতিবেশিরা জানিয়েছেন, ওই বাড়িতে আগুন লাগার পর তারা চিৎকার শুনতে পান।
স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত শিশুদের বয়স তিন থেকে আট বছরের মধ্যে।
ওই অগ্নিকাণ্ডে আহত শিশু ও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।
নিহতদের শিশুরা হচ্ছে রাইলি হল্ট (৮), কিগান ইউনিট (৬), টিলি রোজ ইউনিট (৪) ও ওলি ইউনিট (৩)।
দুর্ঘটনায় আহতরা হচ্ছে-নিহত শিশুদের দুই বছর বয়সী ভাই জ্যাক, জ্যাকের মা নাটালি ইউনিট (২৪) ও তার পার্টনার ক্রিস মোলটন (২৮)।
স্ট্যাফোর্ড পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত পৌনে ৩টার দিকে শহরের একটি বাড়িতে আগুন লেগেছে বলে তারা খবর পায়। ঘটনাস্থলে দমকল বাহিনী দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
পুলিশের ওই মুখপাত্র আরও বলেন, বাড়িটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এটা খুব বড় দুঃখের সংবাদ যে, আমরা বাড়ি থেকে চারটি শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আরও দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।
খবর২৪ঘণ্টা, জেএন