নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় শ্রমিক ইউনিয়নের নেতা শামিম হোসেন নিহত হয়েছেন। তিনি জেলা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে নগরীর নওদাপাড়ায় মহিলা পলিটেকনিকের সামনে এ ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, মঙ্গলবার রাতে শ্রমিক নেতা শামিম
নওদাপাড়া মহিলা পলিটেকনিকের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপায় দিয়ে চলে যায়। এতে তার মৃত্যু হয়। শামিম শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে ট্রাকটি আটক করা হয়। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর