খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক-হেলপার নিহত হয়েছেন। আজ সদর উপজেলার বসাক বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ সময় ট্রাকের অপর এক হেলপার আপানুর হোসেনকে (২৭) আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, চালক মো. ফারুক (৩৫) ও হেলপার মো. আলমগীর হোসেন (৩২)। এদের সকলের বাড়ী বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামে।
পটুয়াখালী সদর থানার এস আই মো. হুমায়ূন কবির জানান, সবজী বোঝাই একটি ট্রাক যশোর থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালীর বসাক বাজার এলাকায় পৌছলে চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ফারুক ও হেলপার আলমগীর নিহত হয়েছেন। হেলপার আপানুর হোসেনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ