নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ২৮ নং ওয়ার্ডে গরীব ও দুস্থ্যদের মধ্যে ৫০০টি কম্বল বিতরণ করেছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ধরমপুর এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গত ৩০ জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা আমাকে মেয়র নির্বাচিত করে কাজ করার সুযোগ দিয়েছেন। এই পেছিয়ে পড়া ওয়ার্ডে রাস্তাঘাট,
ড্রেন ও বিদ্যুতের পোল লাগবে। অতি দ্রুতই প্রকল্প তৈরি করে উন্নয়নমূলক কাজ করা হবে। সূর্য সন্ধানী যুব কল্যান সমিতি আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২৮ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল, সূর্য সন্ধানী যুব কল্যান সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।