খবর২৪ঘণ্টা, ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের উজ্জানে বিয়ে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। দুর্ঘটনায় একমাত্র আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার সবশেষ অবস্থা কি তা জানা যায়নি।
স্থানীয় সময় সোমবার রাত ১২টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে অপর একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
এ ব্যাপারে সংবাদ মাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর নিহতদের বহনকারী গাড়িটি অন্তত ৫০ ফুট নিচে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচ ও হাসপাতালে নেওয়ার পর আরো সাতজনের মৃত্যু হয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন