কঙ্গনা রনাওয়াতের ‘মণিকর্নিকা’ মুক্তি পেতেই সাড়া ফেলে দিয়েছে। ঘোড়ায় বসা কঙ্গনার পেছনে একটি বাচ্চা মেয়ে৷ যাকে পিঠে বেঁধে লড়াইয়ের ময়দানে নেমেছেন রানি লক্ষ্মীবাই রূপী কঙ্গনা৷ তাঁর চোখে, মুখে রয়েছে যুদ্ধজয় করার খিদে৷
সামনে কোটি কোটি শত্রু ধেয়ে এলেও এক নিমেষে খতম করার রোষ নিয়েও ঘোড়া ছুটিয়ে চলেছে সে৷ তা থেকেই যেন ঝড়ে পড়ছে অসংখ্য গল্প৷ পাশাপাশি ট্রেলার ব্যাকগ্রাউন্ডে অমিতাভের ব্যারিটন ভয়েজ। কঙ্গনার অভিনয়, রূপ আর তেজ। চমকের পর চমক।
Veteran Actor Manoj 'Bharat' Kumar states #KanganaRanaut was Born to play Rani Laxmibai .
All praise for @ManikarnikaFilm !!!
This is Huge! Coming from Mr. Bharat himself. 🙂🙂🙂#Manikarnika #ManikarnikaTheQueenofJhansi @ZeeStudios_ @prasoonjoshi_ pic.twitter.com/osXdYOOF0f— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) January 23, 2019
খবর২৪ঘণ্টা ডেস্ক: ‘মণিকর্ণিকা’য় ইতিমধ্যেই মুগ্ধ সিনেপ্রেমীরা। কখনও সন্তান কোলে রাজ্য শাসন। কখনও ঘোড়ার চড়ে যুদ্ধ যাত্রা। তো কখনও তলোয়াড় হাতে শত্রুদের রক্তস্নানে মত্ত কঙ্গনা। যা দেখে সবাই বাহবা দিচ্ছেন কঙ্গনার। বাদ গেলেন না কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার৷ ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার পর লাইমলাইট থেকে বহু দূরেই ছিলেন তিনি৷
তবে কঙ্গনার সুবাদে দীর্ঘদিন পর তাঁর ঝলক পেল দর্শককূল৷ কঙ্গনার ছবির প্রশংসা করেছেন তিনি৷ ট্যুইটারে যে ভিডিওটি ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন, “কঙ্গনা ‘মণিকর্নিকা’কে পুনর্জীবিত করেছে৷ ও ছাড়া এই ছবিটি কেউই করতে পারত না৷”
প্রসঙ্গত ছবি মুক্তির আগেই শুরু হয়ে গিয়েছিল করনি সেনার দাপট৷ এখনও চলছে সেই রেশ৷ ট্রেলার, টিজার কিংবা পোস্টারে দর্শকের কিছু আপত্তিজনক না লাগলেও করনি সেনা চায় না তাদের রানী লক্ষ্মীবাইকে নিয়ে বলিউড কাটাছেড়া করুক৷ এর আগেও কঙ্গনার এই ছবির শ্যুটিং চলাকালীন নানা সমস্যার সৃষ্টি করেছিল তারা৷
তাদের মতে ছবিতে রানী লক্ষ্মীবাইয়ের ভুল চরিত্রায়ন করা হয়েছে৷ অন্যদিকে পরিচালক রাধা কৃষ্ণ জগরলামুড়ির এই ছবিকে চারজন ইতিহাসবিদ, এবং সেনসর বোর্ড সার্টিফায়েড করে দিয়েছে৷ কঙ্গনা সম্প্রতি জানিয়েছেন রাজপুতের করনি সেনা তাঁকে এখনও হেনস্তা করে চলেছে৷
সেই কারণে করনি সেনাকে ধ্বংশ করে দেওয়ার কথা বলেছিলেন নায়িকা৷ পাল্টা জবাবে করনি সেনা কঙ্গনার ক্ষমাপ্রার্থনা দাবি করেছিল৷ ক্ষমা চাইতে কঙ্গনা রাজি না হওয়ায় নায়িকার বাড়ির সামনে বিক্ষোভ চলে৷ অভিনেত্রীর পালি হিলের বাড়ির সামনে ছয় জন করনি সেনা এসে বিক্ষোভ চালাতে থাকে৷ পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
খবর২৪ঘণ্টা, জেএন