খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ডেল্টা স্পিনার্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, গোল্ডেন সন, বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং।
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সিএমসি কামাল বা আলিফ ম্যানুফ্যাকচারিং, বিচ হ্যাচারি এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।
কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ২০ শতাংশ নগদ, ডেল্টা স্পিনার্স ১০ শতাংশ স্টক, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ১০ শতাংশ নগদ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ স্টক, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর গোল্ডেন সন, বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং নো-ডিভিডেন্ড ঘোষণা করেছে। পরিচালনা পর্ষদের নেয়া এ সিদ্ধান্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন।
এজিএমের সময় ও স্থান : ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সকাল সাড়ে ১০টায় গুলশান ক্লাবে, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের সকাল ১০টায় নারায়ণগঞ্জের পাগলায় অবস্থিত মিলস প্রাঙ্গণে, গোল্ডেন সনের বেলা ১১টায় চট্টগ্রামে ফ্যাক্টরি প্রাঙ্গণে, বঙ্গজ লিমিটেডের বেলা ১১টায় চুড়াডাঙ্গায় ফ্যাক্টরি প্রাঙ্গণে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের চিটাগাং বোর্ড ক্লাবে, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের বেলা ১১টায় ঢাকার হোয়াইট হাউজ হোটেলে, ডেল্টা স্পিনার্সের বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের কলতাপাড়ার রেজিস্টার্ড অফিসে, তাল্লু স্পিনিং মিলসের দুপুর পৌনে ১২টায় চুড়াডাঙ্গায় ফ্যাক্টরি প্রাঙ্গণে এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের দুপুর সোয়া ১২টায় চুড়াডাঙ্গায় ফ্যাক্টরি প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ