1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন আওরঙ্গজেব চৌধুরী - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন আওরঙ্গজেব চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৬ জানুয়ারি) বিকালে নৌ সদর দফতরে এ দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নবনিযুক্ত নৌপ্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, আঞ্চলিক কমান্ডাররা, ডিইডব্লিউ নারায়ণগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, সিডিডিএলের ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোরা গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এ কে এম গিয়াসউদ্দিন চৌধুরী এবং মিসেস সাহেরা চৌধুরীর দ্বিতীয় সন্তান।
আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ সালের জুন মাসে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
নবনিযুক্ত নৌপ্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গত ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০১৯ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে আওরঙ্গজেব চৌধুরী বিবাহিত। তার স্ত্রীর নাম ডা. আফরোজা আওরঙ্গজেব। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST