খবর২৪ঘণ্টা ডেস্ক: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৮শ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়া আমবাগানে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি নাসির উদ্দিনের কাছে খবর আসে ক্যানেলপাড়ায় এক দল মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে মাদক ব্যবসায়ীরা গুলিবর্ষণ করে। এতে পুলিশও পাল্টা জবাব দিলে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছে।
এসআই আরও বলেন, পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা। তিনি আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার সিরাজ মালিথার ছেলে। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন