নিজস্ব প্রতিবেদক :
ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দেলোয়ার নামের এক কন্সটেবলের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরএমপির অস্ত্রাগারে কর্মরত ছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম কন্সটেবল দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় কন্সটেবল দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে কি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তা তিনি তাৎক্ষনিক জানাতে পারেন নি। রামেক হাসপাতাল পুলিশ বক্সের এএসআই রফিকুল ইসলাম বলেন, কন্সটেবল দেলোয়ার প্রথমে জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তার ভাইরাস ধরা পড়ে। তবে কি ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছিলেন তা শোনা হয়নি।
খবর ২৪ ঘণ্টা/আর