নিজস্ব প্রতিবেদক :
তানোর-গোদাগাড়ী আসনে পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে শুক্রবার দুপুরে কাঁকনহাট পৌর আ’লীগের পক্ষ থেকে ফুল দিয়ে তৈরী নৌকা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। কাঁনহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌর অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপত্বি করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে. এম আসাদুজ্জামান আসাদ, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন
কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, মুক্তিযোদ্ধা কমা-ার এস.এম মহাসিন আলী খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাকড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব সরকার, কাঁকনহাট পৌর প্যানেল মেয়র আজাহার আলী, কাউন্সিলর সাদেকুল সেলিম, সেলিম আহম্মেদ, মিজানুর রহমান, ওয়াহিদা সুলতানা লাবনী ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
খবর ২৪ ঘণ্টা/এস