খবর২৪ঘণ্টা, ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি আশরাফ কামালের দ্বৈত বেঞ্চে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
এর আগে গতকাল রিটকারী তাহেরুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম শুনানি করেন। রিটকারীর আইনজীবী বলেন, দশম সংসদ বিলুপ্ত না করে একাদশ সংসদের সদস্যদের শপথ নেয়া অবৈধ।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সব সাংবিধানিক প্রক্রিয়া মেনেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এছাড়া রিটকারী তাহেরুল ইসলাম নির্বাচনে অংশও নেননি কিংবা তিনি সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি নন বলে আদালতকে অবহিত করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আগামীকাল আদেশের দিন ধার্য করেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন