গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নতুন শিক্ষাবর্ষের প্রাথমিক শিক্ষার্থীদের শব্দ শিখন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর রহনপুরের ২টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। এ উপলক্ষে রহনপুর ২ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক
মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রাথমিক বিদ্যালয়গুলোতে “ওয়ান ডে ওয়ান ওয়ার্ড” কার্যক্রমের আওতায় পরে রহনপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর