নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় ৫১০ পিস ইয়াবাসহ সোহেল রানা(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে পুঠিয়ার উপজেলার চিতল পুকুরিয়া এলাকা থেকে আটক করা হয়। সে পুঠিয়া থানাধীন শিবপুর হাট এলাকার কোবাদ আলীর ছেলে।র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের
একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার চিতলমারী এলাকায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিহারীপাড়া মৌজাস্থ চিতল পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ সোহেলকে আটক করে। আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর