1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তানোরে শীত উপেক্ষা করে বোরো রোপনে ব্যস্ত কৃষকরা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

তানোরে শীত উপেক্ষা করে বোরো রোপনে ব্যস্ত কৃষকরা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহীর তানোরে তীব্র শীত উপেক্ষা করে বোরো রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বরেন্দ্র অঞ্চল নামে খ্যাত এ উপজেলার প্রত্যেক এলাকায় চলছে বোরো রোপনের কাজ। বোরো রোপন শুরু হওয়ায় সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষকরা। সকালে পড়ছে তীব্র শীত। শীত উপেক্ষা করেই কৃষকরা বোরো রোপনের জন্য ঠান্ডা কাদা পানিতে নেমে কাজ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলার বেশির ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। গভীর নলকুপ ও মর্টারের মাধ্যমে পানি উঠানো শুরু হওয়ার পর থেকে উপজেলার প্রত্যেক এলাকাতেই কমবেশি তিনবার করে চাষাবাদ করেন কৃষকরা। এর ফাঁকে ফাঁকে আলু, মশরি, ও সরিষাসহ অন্যান্য চাষাবাদ করেন কৃষকরা। আমন ধান ঘরে উঠানোর পরে কৃষকরা মাঠে

বীজতলা তৈরি করে বোরো ধান রোপনের জন্য বীজ ফেলেন। এরপর বোরো ধান রোপন করেন তারা। তবে অন্য বছরের তুলনায় এবার কম চাষী বোরো ধান রোপনে আগ্রহ দেখাচ্ছেন। কারণ অন্যান্য বছরের তুলনায় এবার কৃষকরা খরচ অনুযায়ী ধানের দাম পাননি। যার কারণে লোকসানের মুখও দেখতে হয়েছে অনেককে। তারপরও ভালো দাম পাওয়ায় আশায় অনেকেই ধান বিক্রি না করে মজুদ করে রেখেছেন। কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল হওয়ার কারণে লোকসানের মুখেও অনেকে বোরো ধান রোপন করছেন। শাহিনুর নামের এক কৃষক বলেন, এবার আমন ধানে কাঙ্খিত দাম পাওয়া যায়নি। অন্য বছরের তুলনায় দাম না পাওয়ায় লোকসানের

মুখে পড়তে হয়েছে। তারপরও বোরো ধান রোপন করতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই বেশি না হলেও কিছু জমিতে বোরো ধান রোপন করবো। বিভিন্ন এলাকাতেই বোরো ধান রোপন করতে দেখা গেছে কৃষকদের। তানোর কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার তানোর উপজেলায় বোরো রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে। সবকিছু ঠিকঠাক থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী জমিতে বোরো ধান রোপর করা হবে।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST