1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
“মোদীর চরিত্রে আমার চেয়ে ভালো অভিনয় কেউ করতে পারবে না” - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

“মোদীর চরিত্রে আমার চেয়ে ভালো অভিনয় কেউ করতে পারবে না”

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ২০১৮ সালের জুন মাস৷ সেই সময় পরেশ রাওয়াল ঘোষণা করেছিলেন যে তাঁর আগামী ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছেন৷ ২০১৭ থেকে ছবিটি নিয়ে কাজ শুরু হলেও চবির পোস্টার কিংবা টাইটেল কিছুই মুক্তি পায়নি৷

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে স্ক্রিপ্ট নিয়ে কিছু কাজ বাকি রয়েছে৷ সেই কাজ শেষ হলেই ২০১৮ এর সেপ্টেম্বর কিংবা অক্টোবরে শ্যুটিং শুরু হবে৷ এসবের পর ২০১৯ এর শুরুতেই বিবেক ওবেরয়কে মোদীর লুকে দেখে চমকে গিয়েছে দর্শকমহল৷

ছবির নাম ‘পিএম নরেন্দ্র মোদী’৷ যার ফার্স্ট লুক মুক্তি পেতেই সমালোচনায় ভরেছে সাইবারদুনিয়া৷ ক্রিটিসিজমের সুযোগ ছাড়লেন না খোদ পরেশ রাওয়ালও৷ তাঁর মতে তিনি ছাড়া নরেন্দ্র মোদীর চরিত্রে কেউ ভালো অভিনয় করতে পারবেন না৷

যদিও তিনি আগেও এই মন্তব্য করেছিলেন৷ কিন্তু এবার সরাসরি বিবেককে তাক করেই কমেন্টটি করে বসলেন পরেশ৷ তাঁর দাবি, মোদীর প্রতি তাঁর যে অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে সেই জায়গা থেকেই তিনি মোদীর চরিত্রকে সবচেয়ে বেশি ফুটিয়ে তুলতে পারবেন৷ যা আর কোনও অভিনেতার পক্ষে সম্ভব নয়৷

তবে নেটিজেনের অনুমান, তাঁর প্রজেক্ট কপি পেস্ট করা হয়েছে বলেই তিনি ক্ষোভ উগরে দিচ্ছেন৷ একদিকে তিনিই প্রথম নরেন্দ্র মোদীর বায়োপিকের ঘোষণা করেন অন্যদিকে পরিচালক ওমাং কুমার তাঁর তৈরি প্রধানমন্ত্রীর বায়োপিক নিয়ে হাজির হয়েছেন৷

তাও আবার নাম ভূমিকায় বিবেক ওবেরয়৷ এই ধাক্কাটাই নিতে পারেননি পরেশ রাওয়াল৷ চ্যালেঞ্জের মতো নিয়ে ফেলেছেন প্রজেক্টটিকে৷ তাঁর সামান্য কথাতেই দর্শককূল টের পেয়েছে যে বিবেকের অভিনয়কে পিছনে ছাড়িয়ে যাবেন তিনি৷

নেটিজেনরা যাই অনুমান করুক না কেন, তাদের মধ্যে অধিকাংশই পরেশ রাওয়ালের সমর্থনে৷ তাদের মতে, তিনি যে একজন অসামান্য অভিনেতা তা সকলেই জানে৷ বিবেক ওবেরয়ের থেকে তিনি যে স্বাভাবিকভাবেই মোদীর চরিত্রের বেশি ভালো অভিনয় করবেন তা বলাই বাহুল্য৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST