খবর২৪ঘণ্টা ডেস্ক: চতুর্থবারের মতো দায়িত্ব নেয়ার পর আজ (বুধবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র আরও জানিয়েছে, মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। পরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিপরিষদের বাকি সদস্যরা বাসে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় যাবেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা ধানমণ্ডি থেকে বাসে করে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে।
বুধবারও আমরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাব বাসে করেই। আবার সেখান থেকে বাসে করেই ঢাকায় ফিরব।
খবর২৪ঘণ্টা, জেএন