নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ বকুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটক হেরোইন ব্যবসায়ী গোদাগাড়ী থানার রামনগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। সোমবার দুপুর
সাড়ে ১২টার দিকে তাকে গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ২০৭ গ্রাম হেরোইনসহ বকুলকে আটক করে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর