নিজস্ব প্রতিবেদক :
গত কয়েকদিন ধরেই রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় পড়ছে তীব্র শীত। শীতে জুবুথুবু হয়ে পড়েছেন মানুষ। সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছেন খেটে ও ছিন্নমূল মানুষ। গরম পোশাকের অভাবে কষ্টের মধ্যে পড়তে হয়েছে তাদের। শীত নিবারণে নগরবাসী ছুটছেন গরম পোশাকের দোকানে। সাধ ও সাধ্যের মধ্যে কিনছেন শীতের পোশাক। নগরের উচ্চবিত্তবান মানুষরা দামী পোশাক কিনলেও সাধারণ খেটে খাওয়া মানুষজন শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ফুটপাতে। ফুটপাতে গরম পোশাক অনুযায়ী দাম হলেও নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারের কিছু কিছু জায়গায় কম দামে শীতের পোশাক বিক্রি হচ্ছে। এমনকি হতদরিদ্রের সাধ্যের মধ্যে মাত্র ২০ টাকা থেকে ১০ টাকাতেও বিক্রি হচ্ছে পোশাক। ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে যেসব পোশাক তার মধ্যে হচ্ছে শুয়েটার, টুপি, মাপলার, চিকন জ্যাকেট, মোটা গেঞ্জি ও ফুলহাতা গেঞ্জি। তবে এসব পোশাক বিক্রি হচ্ছে ফুটপাতে। গত শনিবার ও
রোববার রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারের বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফুটপাতের এসব দোকানিরা মাত্র ১০ টাকা বা ২০টাকায় পছন্দের শুয়েটার পাওয়া যাচ্ছে বলে ক্রেতাদের জানাচ্ছেন। ক্রেতারাও কৌতুহলে এসব দোকানে ভিড় করছেন। কেউ কেউ আবার সেখান থেকে বেছে বেছে পছন্দের জিনিসটি কিনছেন। ১০ টাকায় শুয়েটার বিক্রি হওয়া দোকানে পোশাক কিনতে আসা এক নারীর সাথে কথা হলে তিনি বলেন, ১০ টাকায়তো আজকাল আর কিছু পাওয়া যায়না। তারপরও যদি কিছু পাওয়া যায় তাই খুঁজছি। পছন্দ হলে একটি চিকন শুয়েটার কিনবো। রাহিমুল নামের আরেক মধ্যবয়স্ক ব্যক্তি বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দোকানদারের চিৎকারে দাঁড়ালাম। দেখি পছন্দ হলে কিনবো একটা। শুধু ওই দু’জনই নয় সাহেব বাজারের বিভিন্ন স্থানে রাস্তার এক কোনে এভাবেই দোকান পেতে ১০টাকা অথবা ২০ টাকায় পোশাক বিক্রি করা হচ্ছে। ১০ টাকায় শুয়েটার বিক্রি করা
এক দোকানির সাথে কথা হলে তিনি বলেন, কম দামে কেনা হয়েছে তাই কম দামে বিক্রি। যাদের পছন্দ হচ্ছে তারা কিনছে। আর যাদের পছন্দ হচ্ছেনা তারা কিনছেনা। অনেক ক্রেতাই দেখে যাচ্ছে। আর ১০ টাকায় কি পাওয়া যায় বলেন? তবে ভালোই বেচা বিক্রি হচ্ছে। এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নগরের গরম পোশাকের দোকানগুলোতে ভিড় বেড়েছে। ছেলেলা জ্যাকেট ও শুয়েটার কিনলেও নারীরা চাদরের দোকানে বেশি ভিড় জমাচ্ছেন। তবে অভিজাত দোকানের থেকে সাহেব বাজার এলাকার ফুটপাতের দোকানে ভিড় বেশি হচ্ছে। সাধ ও সাধ্যের এসব ফুটপাতের দোকান থেকে পোশাক কিনছেন মানুষ। শীত বাড়ার সাথে সাথে এসব দোকানে ভিড়ও বেড়েছে। তবে এসব দোকানে অন্য বছরের তুলনায় এবার বেশি দাম বলে ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এক দোকানির সাথে কথা হলে তিনি বলেন, এখন পাইকারী বাজারে দাম বেশি। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
খবর ২৪ ঘণ্টা/আর