নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সুগারমিলে ট্রলি ও ইট ভাটা মাটির ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী স্বাস্থ্য কর্মি শরিফুল ইসলাম শরিফ (২৮) নিহত হয়েছে। এঘটনায় দূর্ঘটনায় স্থল থেকে ২ জন মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ন্ওেয়ার পর চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষনা করেন। আপদিকে মোটরসাইকেলে থাকা আরো এক সহকারী স্বাস্থ্য কর্মি আখতারুল জামান রেন্টু (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শরিফুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত শরিফুল ইসলাম উপজেলার হলুদ ঘর গ্রামের বাহার উদ্দিনের ছেলে ও হলুদ ঘর কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মি। আহত আখতারুজ্জামান উপজেলার শেখপাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং একই কেন্দ্রে সহকারী কর্মি। আজ রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সদর উপজেলার ছাতনী মতিন হাজির ইট ভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোরের নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শরিফুল ইসলাম ও আখতারুজ্জামান অফিসিয়াল কাজে মোটরসাইকেল যোগে নলডাঙ্গা থেকে নাটোর শহরে যাচ্ছিলেন। এসময় পথে সদর উপজেলার ছাতনী মতিন হাজির ইট ভাটা এলাকায় পৌছালে বিপরিতমুখী একটি সুগারমিলের ট্রলি ও ইট ভাটার মাটি বোঝাই ট্রলির চাপা লাগে । এতে মোটর সাইকেলে থাকা দুইজনই ছিটকে পড়ে।
ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন এবং আহত আখতারুজামান রেন্টুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় ট্রলি দুইটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
খবর ২৪ঘণ্টা/ নই