নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গা উপজেলার সমস কলসি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র ভাতিজার ছুরির আঘাতে চাচা নিহত হয়েছে। আজ রবিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বিপ্রবৈলঘরিয়া ইউনিয়নে সমস কলসি উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপির কর্মী রতনের ছুরির আঘাতে আওয়মী লীগ কর্মী চাচা হোসেন আলী ঘটনাস্থলে নিহত হয়। নিহত হোসেন আলীর লাশ পুলিশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপালে মর্গে পাঠান ।
পুলিশ ও এলাকা বাসি সুত্রে জানা যায়, সমস কলসি ভোট কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করার লক্ষে বিএনপির কর্মী আসাদ আলীর ছেলে রতন হোসেনের ছুরির আঘাতে আওয়ামী লীগের কর্মী অসিমুদ্দিনের ছেলে হোসেন আলীকে পেটে ছুরি আঘাত করলে ঘটনার স্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল এমপি তীব্র নিন্দা ও দোষী ব্যাক্তিকে আইনের আওয়াতায় এনে কঠোর শাস্তি দাবী জানান ।
খবর২৪ঘণ্টা/জেএন