1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নির্বাচন উপলক্ষে আরএমপির পক্ষ থেকে রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ১১:৩ অপরাহ্ন

নির্বাচন উপলক্ষে আরএমপির পক্ষ থেকে রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
আরএমপির লোগো

নিজস্ব প্রতিবেদক : 
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রিতীকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া ভোটের আগের দিন ও পরের দিনও পুলিশ মাঠে থাকবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত) ইফতে খায়ের আলম জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এলাকার মধ্যে

রাজশাহীর ৪টি সংসদীয় এলাকার মোট ১৯৬ টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে রাজশাহী-২ সদর আসনে ১০৪টি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ৭৬ টি, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ১১টি ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৫ টি ভোট কেন্দ্র রয়েছে। এসব নির্বাচনী এলাকায় প্রাথমিকভাবে আরএমপির ৫১টি টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স টিম ১৩টি থাকবে। এর পরিমাণ কমবেশি হতে পারে। এছাড়াও রিজার্ভ ফোর্স থাকবে। বিশেষ প্রয়োজনে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তারা মাঠে যাবেন। ভোটে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবে। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য এবং

সাধারণ কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। সবমিলিয়ে আরএমপির প্রায় ২ হাজার ৪০০ জন পুলিশ সদস্য নির্বাচনে মাঠে থাকবে। মুখপাত্র ইফতে খায়ের আলম আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখনও কুইক রেসপন্স টিম কিউআরটি ও বিশেষ টহল টিম মাঠে রয়েছে। তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। ভোটের আগের দিন ও পরের দিন পর্যন্ত মাঠে থাকবে।

খবর ২৪ ঘন্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST