নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রামে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পবার হড়গ্রাম ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে মিলন বলেন, অনির্বাচিত এই সরকার পুনরায় জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে। তাঁর এলাকায় ধানের শীষের পোস্টার, ব্যানার ও ফেস্টুন সবগুলোই ছিড়ে ফেরেছে। এছাড়াও প্রায় সবগুলো নির্বাচনী অফিস ভেঙ্গে ফেলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। ভোটারদের বয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। সেইসাথে নৌকার প্রার্থী নিজে এবং তাঁর ক্যাডার বাহিনী দিয়ে পবা-মোহনপুরে ত্রাসের
রাজত্ব কায়েম করেছে বলে জানান তিনি। এরপর দুপুর থেকে তিনি মোহনপুর পোলিং এজেন্ট ও নেতাকর্মীদের সাথে নিজ কার্যালয় বিসিকে সভা করেন। তাদেরও একই প্রকার নিদের্শনা দেন তিনি। এসময়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি এরশাদ আলী এরশাদ, হড়গ্রাম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, বসুয়া কেন্দ্র কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব ও জিয়া, শিলিন্দা কেন্দ্র কমিটির যুগ্ম আহবায়ক সুজন ও শহিদুল ইসলামসহ অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘন্টা/আর