
পাবনা প্রতিনিধি: পাবনা-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পথসভায় আবারও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ৩ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন সাইয়িদ। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাঁথিয়া উপজেলার সেলন্দা বাজারে এ ঘটনা ঘটে।
অধ্যাপক আবু সাইয়িদ অভিযোগ করে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে সাঁথিয়ার সেলন্দা বাজারে পুর্ব নির্ধারিত ধানের শীষের পথসভা চলছিল। এ সময় নৌকার প্রার্থী শামসুল হক টুকুর সমর্থকরা অতর্কিত আমাদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। হামলা থেকে আমাকে বাঁচাতে গিয়ে ৩ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা হলেন, নাজমুল হোসেন, রবিউল ইসলাম ও আল আমিন।
সাইয়িদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই এ হামলা হলেও তাদের ভূমিকা সন্তোষজনক ছিল না। বিষয়টি তাৎক্ষনিকভাবে সহকারি রিটার্নিং অফিসারকে মৌখিকভাবে জানানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, আবু সাইয়িদের প্রচারণা ও গণসংযোগে সবসময় পুলিশ প্রটেকশন থাকে। কিন্তু আজ হঠাৎ করেই দূর্বৃত্তরা হামলা চালায়। তবে পুলিশ দ্রæত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কোনো সমস্যা নেই। আবু সাইয়িদ নিরাপদ আছেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৭ বার অধ্যাপক আবু সাইয়িদের উপর হামলা হলো।খবর২৪ঘণ্টা/জেএন