1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর জনগণ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবে: গণসংযোগে মিনু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

রাজশাহীর জনগণ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবে: গণসংযোগে মিনু

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর সাহেব বাজার এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত নগরীর সাহেব বাজার কাপড়পট্টি ও সোনাপট্টিসহ অন্যান্য মার্কেটে গণসংযোগ করেন তিনি। বাজারের প্রতিটি দোকানে যান এবং সবার সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র রক্ষায় এবং রাজশাহী মহানগরীর উন্নয়নে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। ১৭ বছর তিনি এই মহানগরের উন্নয়ন ও জনগণের সেবা করে গেছেন। তাঁর সময় মহানগরীর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি জনগণকে সাথে নিয়ে এই উন্নয়ন করেন। এমন কোন অবকাঠামো নাই তিনি করেননি। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রসস্ত রাস্তা, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, বাজার প্রতিষ্ঠা, চিত্তবিনোদনের জন্য পার্ক স্থাপন, অন্ধকার শহরকে লাইটিং এর মাধ্যমে আলোকিত করণ, জানযোট নিরসনের সিটি বাইপাস রাস্তা, কৃষি ব্যাংক ভবন নির্মানসহ বহুবিধ উন্নয়ন তিনি করেন। তিনি আরো বলেন, রাজশাহীর জনগণ দলবল নির্বিশেষে তাঁকে ভালবাসে,

সম্মান করে ও শ্নেহ করে। সেই ভালবাসা উন্নয়ন ও জনগণের সেবার কথা চিন্তা করে তাঁকে পুণরায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করবেন বলে তিনি আশা করেন। নৌকার প্রার্থীর তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে মর্মে জানতে চাইলে তিনি বলেন, নৌকার প্রার্থী তাঁর বড় ভাই। তিনি নির্বাচনের জন্য বলছেন। কিন্তু আমি তাঁকে ছোট করতে পারিনা বলে জানান তিনি। কোন প্রকার ভয়ভীতি না করে ধানের শীষে ভোট প্রদানের জন্য ভোটারদের আহবান জানান তিনি। ব্যবসায়ীরা তাঁকে সাদরে গ্রহন করেন এবং ব্যবসায়ী নেতা ও সাধারণ ব্যবসায়ীরা এই সরকারের কবল থেকে দেশকে রক্ষা, গণতন্ত্র পূনরুদ্ধার ও বেগম জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ধানের শীষের প্রধান নির্বাচনী এজন্টে বএনপি নেতা ওয়ালিউল হক রানা, ১২নং ওয়ার্ড কাউন্সিলর দিলদার হোসেন, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুরাজ আহম্মেদ, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগটনের নেতাকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীগণ।

খবর ২৪ ঘন্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST