1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে নৌকার প্রচারণা শেষে ফেরার পথে যুবলীগ কর্মী ছুরিকাহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

ভোলাহাটে নৌকার প্রচারণা শেষে ফেরার পথে যুবলীগ কর্মী ছুরিকাহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
আহত যুবলীগ কর্মী

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : 
ভোলাহাটের জামবাড়ীয়া ইউনিয়নে নৌকার প্রচারকালে যুবলীগ এক সদস্যকে বিএনপি কর্মী ছুরিকাঘাত করায় আহত কর্মী ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উপজেলার জামবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, জামবাড়ীয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য কুলবাড়ীয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল জাব্বার(২২) ২২ ডিসেম্বর রাক পৌণে ৮টার দিকে নৌকার নির্বাচনি প্রচারণা শেষে ১৪/১৫জন এক সাথে আমবাগানের ভীতর দিয়ে বাড়ী ফেরার পথে বিএনপি কর্মী বড়গাছী মাদরাসাপাড়ার আফজালের ছেলে আনোয়ার ও সাজেদ আলীর ছেলে সাবকোলসহ ১০/১২জনের একটি সন্ত্রাসী দল পিছন থেকে মুখ চেপে ধরে দুরে নিয়ে গিয়ে জাব্বারের মাথায় ছুরিকাঘাত করে। এ সময় জানে বাঁচতে জাব্বার পালিয়ে নিজেকে রক্ষা করে। অবস্থা বেগতিক হলে তাকে দলিয় নেতাকর্মীরা দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। দায়িত্বরত চিকিৎসক তমাল বলেন, আহত ব্যক্তির মাথায় ছুরিকাঘাত হওয়ায় রক্তক্ষরণ

হয়েছিল। বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মাথার বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা করতে হতে পারে বলে জানান। এদিকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে যেটা বলা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন উপজেলা বিএনপি সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম । তিনি বলেন, এটি উভয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের। এ ঘটনায় ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জাহাংগীর আলম ঘটনাস্থ পরিদর্শণ করেছেন। বিকেল সোয়া ৪টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলায় হয়নি বলে তবে মামলা প্রক্রিয়া চলছে বলে যুবলীগের সভাপতি আব্দুস সামাদ জানান। ভোলাহাট থানায় এ সময়য়ের মধ্যে কোন মামলা হয়নি বলে পুলিশের দায়িত্বরত এএসআই শাহানুর জানান।

খবর ২৪ ঘন্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST