নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও জেলা পুলিশের পৃথক অভিযানে দুই জামায়াত কর্মীসহ মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে জেলা ও নগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। এরমধ্যে নগরীর বেলপুকুর থানা পুলিশ ও ডিবি নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
আনোয়ার হোসেন ও সাজ্জাদুল হক নামের দুই জামায়াত কর্মীকে আটক করে। এছাড়া আরো ৩১ জনকে আটক করা হয়েছে। এদিকে, জেলা পুলিশের ৮টি থানা পৃথক অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।