খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: কার্তিক আরিয়ান এবং সারা আলি খান৷ বলিউডের সেরা আপকামিং জুটি এরাই৷ সূত্রের খবর ইমতিয়াজ আলির একটি ছবিতে দু’জনকে সাইন করাও হয়ে গিয়েছে৷ কিন্তু তাঁর আগেই শুরু হয়ে গিয়েছে তাঁদের প্রেমালাপ৷
আর এই প্রেমালাপের জন্য সকলে রনভীর সিংকে ধন্যবাদ জানাচ্ছে৷ সারা এবং কার্তিককে এখন থেকেই কেন জুটি হিসেবে সম্বোধন করা হচ্ছে তা মোটামুটি অনেকে জেনে গিয়েছে৷ সারার একমাত্র ক্রাশ যে কার্তিক তা তিনি নিজের প্রতিটি সাক্ষাৎকারে বলেছেন৷
প্রথম সারা এই কথার উল্লেখ করেন ‘কফি উইথ করণ’-এ৷ সেখান থেকে কথাটি কার্তিকের কাছে পৌঁছতে বেশি সময় লাগেনি৷ কার্তিক শুনে খানিক লজ্জাই পেয়েই গিয়েছিলেন৷ তারপর থেকে তাঁদের এক সঙ্গে একই ফ্রেমে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল সাইবারবাসী৷
তাদের মনের কথা যেন শুনে ফেলেছেন রনভীর সিং৷ একটি অ্যাওয়ার্ড শো-তে হাজির ছিলেন সারা এবং রনভীর৷ কার্তিককে পরে সেই ইভেন্টে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না রনভীর৷ কার্তিককে নিয়ে সোজা চলে গেলেন সারার কাছে৷
সারা এবং কার্তিকের হাত একে অপরের হাতে ধরিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রনভীর৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রনভীর বলছেন, “অবশেষে তোমাদের দেখা হল৷ আমি খুব খুশি৷” যদিও এই খুশির মধ্যে লুকিয়ে রয়েছে মজা৷
অন্যদিকে সারা-কার্তিকের অকওয়ার্ড মিটে হেসে কুপোকাত সোশ্যাল মিডিয়া৷ ফিল্মি পরিবেশ তৈরি হয়েছিল সেখানে৷ একে অপেরের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছিলেন তাঁরা৷ ভিডিওর কমেন্ট সেকশনে সিনেপ্রেমীরা লিখেছেন তাঁদের খুব শীঘ্রই ছবিতে দেখতে চায় সকলে৷
খবর২৪ঘণ্টা, জেএন