খবর২৪ঘণ্টা ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের তিন জনের প্রার্থিতা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার হা্ইকোর্ট এ আদেশ দেন।
যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে তারা হলেন- জামালপুর-৪ আসনের শামীম তালুকদার, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান, এবং ঝিনাইদহ-২ আসনের অ্যাডভোকেট আব্দুল মজিদ ।
এছাড়া মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবীরের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। তার পরিবর্তে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া কোর্টের নির্দেশে আরো বেশ কয়েকটি আসনে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীর প্রার্থিতা বাতিল বা স্থগিত করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন