নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে লাইভে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি লাইভে বক্তব্য দেন। এর আগে আ’লীগের নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকে। এ সভায় বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।লাইভ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজশাহীর ৬টি আসনের এমপি প্রার্থী ও জেলা এবং মহানগর আ’লীগের সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। লাইভ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের এমপি প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের প্রার্থী আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের প্রার্থী এনামুল হক, রাজশাহী-৫ আসনে ডা. মনসুর রহমান, রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রী ছয় এমপি প্রার্থী ও দুই সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সবাইকে ঐক্যবধ্য হয়ে নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
খবর ২৪ ঘন্টা/এমকে