খবর২৪ঘণ্টা, ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে ফতুল্লার হকবাজারের একটি বাসায় লাগা আগুনে একই পরিবারের নয়জন দগ্ধ হন। আজ বৃহস্পতিবার সকালে ওই দুজনের মৃত্যু হয়।
গতকাল বুধবারই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই নয়জনকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান ছায়া রানী (৬০) ও সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তাঁর মেয়ে সুমিত্রা (২৬)।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ছায়া রানীর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। এদিকে সুমিত্রার শরীরের ৬৫ শতাংশই পুড়ে যায়।
দগ্ধরা হলেন—শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তাঁর স্ত্রী শ্রীমতী অর্চনা (৩২), তাঁদের সন্তান অনামিকা (১৫) ও অর্পিত (৯), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০) এবং বোনের স্বামী নারায়ণ চন্দ্র (৩৫)।
ছায়া রানী ছিলেন শ্রীনাথের মা আর সুমিত্রা ছিলেন বোন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের গতকাল জানান, শিবু মার্কেট এলাকার হকবাজারে চারতলা ভবনের তিনতলায় গ্যাসের চুলার আগুনে এ দুর্ঘটনা ঘটে। এই পরিবারের সদস্যরা পোশাক কারখানার শ্রমিক। ওই বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালালে সেই আগুন ঘরে ছড়িয়ে যায়। এতে ঘরের সবাই দগ্ধ হন।
খবর২৪ঘণ্টা.কম/জন