খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার পক্ষে তিনি ইশতেহার পাঠ করেন।
মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও আছেন বিভিন্ন পেশাজীবী ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা, জেএন