পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটের মাঠ থেকে ছিটকে পরলেন সংসদ সদস্য পদ প্রার্থী ও দুই বারের সাবেক সংসদ সদস্য এ্যাডঃ নাদিম মোস্তফা। একই সঙ্গে বিএনপির অপর প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে প্রতীক বরাদ্দ দেয়ার জন্য রিটানিং কর্মকর্তাকে নির্দেশ দেন। সোমবার হাইকোটের একটি বেঞ্চ সাবেক এই সংসদ সদস্যের প্রার্থীতা কেন বাতিল করা হবে না এ বিষয়ে রুল জারি করে এবং তার ধানের শীষ প্রতীক স্থগিত করেন। বিএনপির অপর প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে প্রতীক বরাদ্দ দেয়ার জন্য রিটানিং কর্মকর্তাকে নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রিট আবেদনে প্রার্থীতা ফিরে পাওয়া অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। গত ১২ ডিসেম্বর নাদিম মোস্তফার প্রার্থীতা বৈধতা
চ্যালেঞ্জ করে তা বাতিলের জন্য হাই কোটে রিট আবেদন করেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অধ্যাপক নজরুল ইসলামের ছেলে ব্যারিস্টার আবুবক্ক সিদ্দিক জানান, বিচারপ্রতি জেডিএম হাসান ও বিচারপ্রতি খায়রুল আলমের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। তিনি ছাড়াও শুনানিতে নজরুল ইসলামের পক্ষে অংশ নেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও ব্যারিস্টার আসরাফ আলী। আর নাদিম মোস্তফার পক্ষে অংশ নেন আইনজীবী আঞ্জুমান আরা বেগম। হাইকোট বেঞ্চ উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে আদেশ দেন। এবিষয়ে এ্যাডঃ নাদিম মোস্তফা জানান, যে আদেশ দেয়া হয়ে তার বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করবো। এ জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আশা করছি আপিল করলে হাইকোটের আদেশ স্থগিত হয়ে যাবে এবং আমি প্রার্থী থাকবো।
খবর ২৪ ঘন্টা/এমকে