নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আ’লীগ প্রার্থীর সমর্থক কর্তৃক বিএনপির মনোনীত এমপি প্রার্থী এ্যাড. শফিকুল হকের ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর ও পোস্টার ও ফেস্টুন কেটে ফেলা হয়েছে। সোমবার রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদেরের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শেখ মকবুল হোসেন। রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগে জানানো হয়, পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের আনসারের মোড়ে নৌকা মার্কার সমর্থকরা সমস্ত ধানের শীষ প্রতীকের পোষ্টার, ব্যানার, ফেস্টুন ধারালো কিছু দিয়ে কেটে ফেলেছে। ১২ই ডিসেম্বর আনুমানিক রাত ৯টার দিকে মোহনপুর থানার ঘাসিগ্রাম
ইউনিয়নের আতানারায়ণপুর গ্রামের বিএনপির কার্যালয় আতর্কিত হামলা করে কার্যালয়টি ভেঙ্গে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা। মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নে বিদিরপুরে ধানের শীষের পোষ্টার, ফেস্টুন ধারালো কিছু দিয়ে কেটে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা। মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নে বেড়াবাড়ী গ্রামে নির্বাচনী অফিস ভাংচুর সহ বিএনপি সমর্থকদের মারধর করে নৌকা প্রতীকের সমর্থকরা। পবার বড়গাছি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাড়াপুরা বাজার, হায়দার হাট, টেকাঠাপাড়া ও পীরগঞ্জ, ৫নং ওয়ার্ডের সূর্যপুর মোড়ের ধানের শীষের ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে পুড়িয়ে ফেলেছে নৌকা প্রতীকের নেতাকর্মী ও সমর্থকরা। অভিযোগে উল্লেখিত বিষয়গুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমআর