গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে। রোববার ১৬ বিজিবির অন্তর্গত উপজেলার ২টি কোম্পানির ৫টি বিওপি থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ১২টি বিওপিতে ব্যাটালিয়ন সদর প্রদত্ত মিষ্টি বিতরণ করা হয়। এসময় বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট বিওপি কমান্ডারগন উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএসএফও বিজিবিকে মিষ্টি প্রদান করে।
১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাশার জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ বিজিবির পক্ষ থেকে বিএসএফের বিভিন্ন ব্যাটালিয়ন, কোম্পানি সদর ও বিওপিতে রোববার মিষ্টি বিতরণ করা হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অংশ হিসেবে এ মিষ্টি বিতরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন