সংবাদ বিজ্ঞপ্তি :
নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব পুণঃ নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপস্থিত সদস্যগণ তাদেরকে নির্বাচিত করেন।এদিন পবা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে কোন পদে কেহ প্রতিদ্বন্দ্বিতা না থাকায় পূর্বের কমিটি বহাল রাখা হয়। সেই মোতাবেক সভাপতি পদে কাজী নাজমুল ইসলাম
ও সাধারণ সম্পাদক পদে সরকার দুলাল মাহবুব স্ব-স্ব পদে নির্বাচিত হন। এছাড়াও অন্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি জিল্লুর রহমান, সহসভাপতি ড. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল আলম দিনার, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সাহা, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক জিয়াউল কবির স্বপন, নির্বাহী সদস্য সোহেল মাহবুব ও মুসলিম কবির।
খবর ২৪ ঘন্টা/এমকে