বাগমারা প্রতিনিধি:
বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের মৃত বাহারুল্লাহর মেয়ে মাজেদা খাতুন (৫০) আদালতে মামলা করায় আসামীপক্ষ বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ভটখালী গ্রামের মাজেদা বেগম ১৫/১১/১৮ তারিখে আলা বকস সহ ৪জনের নামে রাজশাহী বিজ্ঞ আমলী আদালতে মামলা করে। মামলা নং-৩৯৬সি/১৮। মামলা করার পর থেকে আসামী পক্ষের লোকজনেরা বাদীকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চরমে উঠেছে। মামলা সূত্রে জানা যায়, আসামীগন বাদীর বাড়ির জানালা সংলগ্ন স্থানে গরুর গোয়াল ও রান্নাঘর তৈরী করায় বাদী উক্ত ঘরে বসবাস করতে পারছে না। এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা হলেও আসামীপক্ষ তা মানছেনা। এ ঘটনায় বাদী নিরুপায় হয়ে আদালতের মাধ্যমে আইনের আশ্রয় গ্রহন করেছে। ইতোমধ্যেই
বাদীর ঘরের চালে আগুন দিয়েছে এছাড়াও নানা রকমভাবে হুমকী অব্যাহত রেখেছে। আসামীরা পুনরায় ঘর পোড়াব বলে হুমকি দিচ্ছে। এছাড়াও আসামীগণ বাদীর নিজস্ব সম্পত্তি হতে একটি গাছ কেটে নেয়। এতে বাধা দিতে গেলে আসামীগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। বাদী অসহায় হওয়ায় প্রাণ ভয়ে আত্মরক্ষা করে। বাদীকে মামলা উঠানোর জন্য আসামীপক্ষরা নানা রকম ভয়-ভীতি প্রদর্শন করছে। মামলা না উঠালে বাদীর উপরও মিথ্যা মালা দিয়ে ফাঁসানো হবে বলে আসামীপক্ষরা বলেই চলেছে। এব্যাপারে বাদী মাজেদা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অসহায় আমার স্বামী, সন্তান কেউ না থাকায় আসামীপক্ষরা আমাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদের জন্য নানারকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমার ঘরে আগুন দিয়েছে, আমার গাছ কেটে নিয়েছে, তার পরেও তারা আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে। এ প্রসঙ্গে যোগীপাড়া ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ইতোপূর্বে আমরা গ্রাম্য সালিশের মাধ্যমে আপোষ নিষ্পত্তি করে দিয়েছিলাম। আপোষ নিষ্পত্তির শর্তগুলো ভঙ্গ করার কারণেই পুনরায় মামলা মোকর্দ্দমার সৃষ্টি হয়েছে।
খবর ২৪ ঘন্টা/আর