বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রোববার বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ৩১ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম আরম্ভ হয়। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক প্রথমে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাগমারা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, ভবানীগঞ্জ পৌর সভা, বিদ্যুৎ অফিস এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে
সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আ’লীগ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে